জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ১৯ মার্চ, ২০১১


প্রণবকুমার চট্টোপাধ্যায়

পরিবর্তন
ঢলে পড়া রোদগুলো সারসার উঠনে দাঁড়িয়ে
শুকনো পাতার শব্দ যে ভাষা তৈরি করে,সে ভাষা মাটিতে
ভারী ভারী বুটের সংঘাত । সন্ত্রস্ত মেয়ের দেহে সন্ত্রাসের বৈধতা লাগানো ।
এ সমস্ত জমা হয় ।পুঁজি হয় আগত ভোরের !
যে রকম ভোর ওঠে রাতের ভেতর থেকে সৃষ্টিকাল থেকে,
সে রকমই ।কিন্তু হাসি গুলো?অন্য কিছু, নাকি ঐ একই রকম ?


ভয়ের ডানায় বসে রোদ ঘুরে যায়
জঙ্গলে জঙ্গলে শব্দ, চাপা আর্তনাদ
বাবলা-গরাণ-শাল-মহুয়া আড়াল
ঝোপ সরে যায় কারা কানাকানি করে
মেঘ লাগা অসহায় মুখ ফুটে ওঠে ।

একটু ভাতের গন্ধে দুলক্ষ গোলাপ
একটু ফ্যানের জন্য দুবালতি রক্তের
অধিকাংশ ঝরে যায়,আর সে অক্ষর
কাগজে লিখতে গিয়ে কাগজেরও চোখে জল…
তাঁদের সোচ্চার দাবী রাষ্ট্রদ্রোহীতা হলে
রাষ্ট্রদ্রোহী তবে আমি প্রণবকুমার

৩টি মন্তব্য:

নামহীন বলেছেন...

অপূর্ব।

anupam বলেছেন...

khub vaalo laaglo . egie choluk .

সুবীর সরকার বলেছেন...

2 NO KOBITATI DURANTO HOYECHHE.AMAR SAMARTHAN JANBEN.