জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

প্রণবকুমার চট্টোপাধ্যায়

কালের ট্রোজানে 

সে সব ভুলের ভার অবতংসে রত্নসমাহার          
দেখা যায় বিচ্ছুরণ,আলো-রেখা ঘোরে অন্ধ হয়ে
আমার কানের মধ্যে অন্য আরো কিছু শ্রবণের
মহান যন্ত্রাংশ ভাসে,মেঘের আড়ালে অন্য চোখ
লক্ষ রাখে কারা শুধু বলি হতে চায়
যাত্রা শুরু হয়ে ছিল  চৈতন্যনগরোপান্তে মহাসমারোহে
সদ্য যুবক হাঁস উড়ে যেতে চেয়ে ছিল মহাকাশ চিরে
অলক্ষে ট্রোজান কেউ ছেড়ে দিয়ে ছিল সাদা মেঘের আড়ালে
তাদের-ই দখল আজ জনতা স্বীকৃত ।

এখানেই শেষ হলে ভালো হত লেখাটি আমার
নিয়তি অবাধ্য তাই জন্ম নিল আরেক কুমার
এসব কাহিনিগুলো দেখেছে কী , হয়েছে শরিক?
সাদার উপরে কালো ঢালো যত তত সে পথিক
নিরক্ষর অভিমান ‘অপমান’ শব্দ মেখে গা’য়   
প্রতীক্ষায় প্রতীক্ষায়  দিন-রাত-মাস কেটে যায়।




কোন মন্তব্য নেই: